Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুপচাঁচিয়া, বগুড়া এর ওয়েব পোর্টালে স্বাগতম....


সাম্প্রতিক কর্মকান্ড

প্রাণিসম্পদ অধিদপ্তর দেশের প্রাণিজ আমিষের চাহিদা পুরণের লক্ষ্যে গবাদিপশু, হাঁসমুরগি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিসহ সংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসংখ্যার প্রায় ২০% প্রত্যক্ষ এবং ৫০% পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। অধিকন্ত প্রাণিজ আমিষের প্রধান উৎস মাংস, দুধ ও ডিমের উৎপাদন বিগত তিন বছরে যথাক্রমে 36.11%, 19.46% ও 17.16% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মাংস, দুধ ও ডিমের জন প্রতি প্রাপ্যতা বেড়ে যথাক্রমে ১২১.৭৪ গ্রাম/দিন, ১৫৭.৯৭ মি.লি/দিন ও ৯২.৭৫ টি/বছর এ উন্নীত হয়েছে যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলার বেশীরভাগ মানুষের পেশা কৃষি হলেও অনেকেই জীবন জীবিকা নির্বাহ করে গবাদিপশু ও হাঁস মুরগী পালন করে। প্রাণিসম্পদে সমৃদ্ধ এই জেলায় রয়েছে ১৬৭১২১৪ টি গরু, ৩১৩২ টি মহিষ, ১০১০১৫৮টি ছাগল, ১৪০৮৪৯টি ভেড়া ছাড়াও প্রচুর হাঁস মুরগী। তাছাড়া এই জেলায় দুগ্ধ খামার রয়েছে ১১২৯টি,ছাগল খামার ১৩২টি,ভেড়ার খামার ১৯টি, লেয়ার মুরগী খামার ৪৬১টি,ব্রয়লার খামার ৮৩০টি, প্যারেন্টস্টক খামার ০৬টি এবং হাঁসের খামার রয়েছে ৫৬টি। এই জনপদের শহর কিংবা গ্রামে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে দুগ্ধ খামার। চাহিদার বিপরীতে দুধ উৎপাদনের পরিমান কম হলেও বিকশিত এই শিল্পের অপার সম্ভাবনা রয়েছে।