Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to the web portal of Upazila Livestock Office and Veterinary Hospital, Dupchanchia, Bogra....

Title
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর টিকা প্রদান কার্যক্রম
Details

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর টিকা প্রদান কার্যক্রম ০১/১০/২০২৪ইং তারিখ হতে ১৮/১০/২০২৪ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে। ০১/১০/২০২৪ইং তারিখে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জান্নাত আরা তিথি,উপজেলা নির্বাহী অফিসার, দুপচাঁচিয়া, বগুড়া। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ আনোয়ার হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, দুপচাঁচিয়া, বগুড়া। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোনামী রহমান উর্মি এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সাদিউল ইসলাম।

Images
Attachments
Publish Date
01/10/2024
Archieve Date
18/10/2024